Saturday, September 13, 2025
Homeরাজনীতিজাতীয় পার্টিতে কোন দ্বিধা-বিভক্তি নেই : রওশন এরশাদ

জাতীয় পার্টিতে কোন দ্বিধা-বিভক্তি নেই : রওশন এরশাদ

বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেছেন, জাতীয় পার্টিতে কোন দ্বিধা-বিভক্তি নেই। জাতীয় পার্টির সবাই হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। উনার যেকোনো সিদ্ধান্ত পার্টির সবাই মেনে নেন। সম্প্রতি জাপার বিভেদ নিয়ে মিডিয়ায় প্রকাশিত সংবাদকেও ভিত্তিহীন বলে উল্লেখ করেন তিনি। সাম্প্রতিক সময়ের অগ্নি দুর্ঘটনা প্রসঙ্গে রওশন এরশাদ বলেন, সরকারকেই আগুনের প্রকৃত কারণ খতিয়ে দেখতে হবে। দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
গতকাল মঙ্গলবার কাকরাইলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় চত্বরে জাতীয় যুব সংহতির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় রওশন এসব কথা বলেন। যুবসংহতির সভাপতি আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহাজাদার সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের এমপি, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু, মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, রেজাউল ইসলাম ভূইয়া ও জাতীয় যুব সংহতির প্রতিষ্ঠাতা সভাপতি এ টি এম রফিকুল ইসলাম হাফিজ। সমাবেশে পার্টির প্রেসিডিয়াম সদস্য ফকরুল ইমাম এমপি, অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী এমপি, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, মিজানুর রহমান, চেয়ারম্যানের উপদেষ্টা রওশন আরা মান্নান এমপি, নাজমা আক্তার এমপি, প্রমুখ উপস্থিত ছিলেন। জাতীয় যুব সংহতির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে দীর্ঘ দিন পর পার্টির সিনিয়র নেতারা একমঞ্চে উপস্থিত হোন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি কাকরাইল থেকে পল্টন হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।
রওশন এরশাদ বলেন, বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। আর দেশের মানুষের কাছে স্বাধীনতার প্রকৃত স্বাদ তুলে দিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তাকে দমিয়ে রাখার জন্যই তার নামে রাজনৈতিক মামলা দিয়ে দমিয়ে রাখা হয়েছে।
জি এম কাদের এমপি বলেন, জাতীয় পার্টি হচ্ছে দেশের ইতিবাচক রাজনীতির মূল নিয়ামক শক্তি। আর জাতীয় পার্টির মূল শক্তি হচ্ছে জাতীয় যুব সংহতি। তিনি জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে যুব সংহতির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments