বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার লেমুছড়ি সীমান্তে একটি সশন্ত্র সন্ত্রাসী গ্রুপের সাথে যৌথবাহিনীর সংঘর্ষে এক সন্ত্রাসী নিহত ও বিপুল অন্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার সকাল পোনে ১১টার দিকে মায়ানমার সীমান্তের কাছে এ ঘটনা ঘটে।
নিহত সন্ত্রাসীর নাম জ্ঞ্যান মংকর চাকমা (৪৫)। তার বাড়ি রাঙ্গামাটি জেলায়। সে ওই এলাকার প্রধান অর্থ সংগ্রহক বলে জানা গেছে।
এ ঘটনার পর ওই এলাকা থেকে ৭টি এসএমজি, ১১টি ম্যাগজিন, ৪৩৭ রাউন্ড গুলি ও ৪ লাখ ৩৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
চট্রগ্রামের র্যাব-৭ এর একটি দল এ অভিযান চালায়। অভিযানে সহায়তা করেন সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা।