Sunday, September 14, 2025
Homeঅন্যান্যসাংবাদিক মাহফুজউল্লাহ হাসপাতালে ভর্তি

সাংবাদিক মাহফুজউল্লাহ হাসপাতালে ভর্তি

হৃদরোগে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন সাংবাদিক মাহফুজউল্লাহ। বর্তমানের তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, গতকাল মঙ্গলবার সকালে ধানমন্ডির গ্রীন রোডে নিজের বাসায় হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ মাহফুজউল্লাহকে দেখতে স্কয়ার হাসপাতালে যান। তিনি চিকিৎসকদের কাছে থেকে তার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এ সময়ে দলের ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও জহিরউদ্দিন স্বপন উপস্থিত ছিলেন।
এ দিকে দীর্ঘদিন জটিল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য কাজী আসাদকে সঙ্কটাপন্ন অবস্থায় হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যায় জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এই নেতাকে দেখতে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন হাসপাতালে যান। তারা আসাদের পরিবারের সাথে কথা বলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments