Saturday, September 13, 2025
Homeঅন্যান্যএবারে ফারুকীর ছবিতে অভিনয় করবেন বলিউডের নওয়াজউদ্দিন সিদ্দিকি

এবারে ফারুকীর ছবিতে অভিনয় করবেন বলিউডের নওয়াজউদ্দিন সিদ্দিকি

গত মার্চ মাসে মুম্বাই যেয়ে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী নতুন ছবির অভিনেতা হিসেবে চুক্তিবদ্ধ করিয়ে নেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। শুধু তা–ই নয়, ছবির প্রযোজক হিসেবেও থাকছেন বলিউডের এই অভিনেতা।

ফারুকীর নতুন এই ছবির কয়েকজন প্রযোজকের একজন অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা। ফারুকী ও তিশার সিনেমার মধ্য দিয়ে বাংলাদেশে অভিষেক ঘটবে এই বলিউড অভিনেতার।
মোস্তফা সরয়ার ফারুকী জানান, এটি তাঁর পরিচালনায় নির্মিত প্রথম ইংরেজি ভাষার চলচ্চিত্র। এ বছরের শেষ দিকে ছবিটির শুটিং শুরু করবেন তিনি। এই ছবির বেশির ভাগ শুটিং হবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এবং বাকি অংশের শুটিং হবে ভারত, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায়। পৃথিবীতে চলমান অভিবাসন এবং এই ইস্যু ঘিরে বিভিন্ন রাজনৈতিক যে ঘটনা, সেসবের অনুপ্রেরণায় ছবিটি তৈরি হবে। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুজন অভিনেতা, ইংরেজি ভাষার পাশাপাশি উর্দু, হিন্দি এবং বাংলায় সংলাপ থাকবে ছবিতে।

ফারুকীর চলচ্চিত্রে যুক্ত হওয়া প্রসঙ্গে নওয়াজউদ্দিন সিদ্দিকি জানান, সিনেমার চিত্রনাট্য পড়ার পর থেকেই এটি তাঁর মনে গেঁথে যায়। শক্তিশালী রসবোধ, ব্যঙ্গ-বিদ্রূপ এবং আবেগের মধ্য দিয়ে আজকের যুগের এক অদ্ভুত পৃথিবীকে আবিষ্কার করেছে এই চিত্রনাট্য।

নওয়াজউদ্দিন সিদ্দিকি, তিশা ছাড়াও ছবিটি প্রযোজনা করছেন বাংলাদেশের স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী ও মোস্তফা সরয়ার ফারুকী।

পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী বরাবরই তাঁর ছবির শিল্পী ও গল্প নির্বাচনে আলাদা একটা চমক রাখেন। এবারও তাঁর ব্যতিক্রম ঘটেনি। মুক্তির দিক দিয়ে তাঁর পরিচালিত সর্বশেষ সিনেমা ‘ডুব’–এ অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা ইরফান খান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments