Sunday, September 14, 2025
Homeঅন্যান্যবাংলাদেশে কোনও রাজনীতি নেই, আছে হলো ছদ্মবেশি গণতন্ত্র : মির্জা ফখরুল

বাংলাদেশে কোনও রাজনীতি নেই, আছে হলো ছদ্মবেশি গণতন্ত্র : মির্জা ফখরুল

বাংলাদেশে তো এখন কোনও রাজনীতি নেই, রাজনীতি তো একটা দলের কাছেই চলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরো বলেন, যে কথা আমি সব সময় বলি এই দেশে একটা একদলীয় শাসনব্যবস্থা একবার এসেছিল ৭৫’ এ। বাকশালের মাধ্যমে। সেটা চলে যাওয়ার পর এখন আবার একদলীয় শাসন ব্যবস্থা পুরোপুরি কার্যকর হয়ে গেছে। এখন যেটা আছে সেটা হলো ছদ্মবেশি গণতন্ত্র। আসলে প্রকৃতপক্ষে এটা একটা একদলীয় শাসন ব্যবস্থা চলছে বাংলাদেশে।

আজ শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও কালিবাড়িতে তার নিজ বাসবভনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে আজকে কারাগারে আটকে রাখা হয়েছে এবং যেটা তার আইনগতভাবে পাওনা জামিন সেটাও তিনি পাচ্ছেন না।
আমরা সরকারকে বলেছি এই নির্বাচনকে বাতিল করে পুনরায় একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে। কারন এই একদলীয় নির্বাচন কে মেনে নেওয়ার কোন কারণ নেই।

এ ছাড়াও মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আবু তাহের দুলাল, জেলা বিএনপির দফতর সম্পাদক মামুন-উর-রশিদসহ অন্যান্য নেতাকর্মীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments