রাজশাহীর মোহনপুরে আনোয়ারা বেগম (৪৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ জুন) সকালে উপজেলার দুর্গাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আনোয়ারা বেগম ওই গ্রামের মো. বুলবুল্লাহর স্ত্রী।
নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি বলেন, আনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে নানান অসুখে ভুগছিলেন। এরই জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।