Saturday, September 13, 2025
Homeখেলাধুলাক্রিকেটওয়েস্ট ইন্ডিজের বিদায়, নাকি সেমিফাইনালে ভারত

ওয়েস্ট ইন্ডিজের বিদায়, নাকি সেমিফাইনালে ভারত

২৭জুন: নিউজিল্যান্ড গতকাল পাকিস্তানের কাছে হেরে যাওয়ায় বিশ্বকাপে এখন একমাত্র অপরাজেয় দল ভারত। আর একটি মাত্র জয় পেলেই সেমিফাইলালের টিকেট নিশ্চিত হবে ভারতীয়দের।
অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের ভাগ্য ঝুলে আছে সুতোর উপর। আজ হারলেই টুর্নামেন্ট থেকে আনুষ্ঠানিক বিদায় হবে তাদের। অবশ্য ভারতকে যদি উইন্ডিজরা হারিয়ে দিতে পারে তবেই জমে উঠবে শেষ চার ওঠার লড়াই।
প্রথম পাঁচ ম্যাচের চারটিতে জিতে এবং বৃষ্টিতে আরও এক পয়েন্ট পেয়ে মোট ৯ পয়েন্ট নিয়ে তিনে আছে ভারত। হাতে আরও চারটি ম্যাচ। এর মধ্যে দুটিতে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত। শেষ চারে স্থান পেতে আজ আবার মাঠে নামছেন বিরাট কোহলিরা। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
যাদের হারিয়ে ১৯৮৩ বিশ্বকাপ জিতেছিল কপিল দেবের ভারত।

ওয়েস্ট ইন্ডিজের বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। ৬ ম্যাচে ৩ পয়েন্ট সংগ্রহ করে তারা অবস্থান করছে রাউন্ড রবিন পর্বের আট নম্বরে। আজ ভারতের বিপক্ষে হারলেই বিদায়টা নিশ্চিত হবে। আজকের ম্যাচে ফেবারিটের তকমা থাকবে ভারতেরই। তবে অতীত লড়াইয়ের হিসেবে ওয়েস্ট ইন্ডিজই এগিয়ে আছে।
দুই দল ওয়ানডেতে মোট ১২৬ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৬২ বার জিতেছে তারা। ভারত জিতেছে ৫৯ বার। তবে শেষ ১০ ম্যাচের ৭টিতেই জিতেছে ভারত। ওয়েস্ট ইন্ডিজ জিতেছে দুটি। একটা ম্যাচ ড্র হয়েছে। অতীতের রেকর্ড বাদ দিলেও বর্তমানে ভারতীয় দল বিশ্বকাপের অন্যতম সেরা দল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments