Monday, September 15, 2025
Homeআন্তর্জাতিকট্রাম্পের ছেলের মুখে রেস্টুরেন্ট কর্মচারীর থুথু!

ট্রাম্পের ছেলের মুখে রেস্টুরেন্ট কর্মচারীর থুথু!

সচেতন বার্তা, ২৮ জুন:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পের মুখে থুথু দিয়েছেন এক রেস্টুরেন্টের নারী কর্মচারী । এ ঘটনায় ওই নারীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।
মঙ্গলবার রাতে এরিক যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের শিকাগো শহরের এক অভিজাত রেস্টরেন্টে খেতে গিয়েছিলেন এরিক ট্রাম্প। মূলত এটি ছিল তার ব্যবসাসংক্রান্ত ডিনার। এ সময় ওই রেস্টুরেন্টের এক নারী কর্মী হঠাৎ করেই এরিকের মুখে থুতু ছোড়েন। এ ঘটনায় হতবাক হয়ে যান উপস্থিত সবাই। এরিক বলেন, যে ব্যক্তি এ ধরনের আচরণ করেন, বোঝা যায় তার আবেগ প্রকাশে সমস্যা আছে।

তবে কী কারণে ওই নারী এমন আচরণ করেছেন তা জানা যায়নি। এ সম্পর্কে ওই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বলেছে,‘আমরা এখনো ওই কর্মচারীর সঙ্গে কথা বলেতে পারিনি। তবে এরই মধ্যে আমাদের মানবসম্পদ বিভাগ ওই কর্মীকে ছুটিতে পাঠিয়েছে।’

শিকাগো পুলিশ প্রধান এক টুইট বার্তায় জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ও শিকাগো পুলিশ এ ঘটনা পর্যালোচনা করে দেখেছে। তবে ট্রাম্প অর্গানাইজেশন শিকাগো ট্রিবিউনকে জানিয়েছে, কর্তৃপক্ষ ওই নারীকে কারাগারে পাঠিয়েছিল। তবে এরিক ট্রাম্প এ ঘটনায় কোনো অভিযোগ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্পের পরিবারের লোকজনের সঙ্গে এ ধরনের ঘটনা নতুন নয়। এর আগে ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র সারা স্যান্ডার্সকে রাজনৈতিক মতাদর্শের কারণে একটি রেস্টুরেন্ট থেকে বের করে দেয়া হয়েছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments