Monday, September 15, 2025
Homeঘটনা-দুর্ঘটনারিফাত হত্যাকারীদের শাস্তির দাবিতে উত্তাল বরগুনা জেলা!

রিফাত হত্যাকারীদের শাস্তির দাবিতে উত্তাল বরগুনা জেলা!

সচেতন বার্তা, ২৯ জুন:স্ত্রীর সামনে স্বামী রিফাত শরীফকে নির্মমভাবে কুপিয়ে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে বরগুনাবাসী। রিফাত হত্যাকারীদের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছেন বরগুনার সাধারণ জনতা। 

আজ শনিবার সকাল ১০টার দিকে বরগুনা প্রেসক্লাবের সামনে ‘বরগুনার সর্বস্তরের জনগণ’ এর ব্যানারে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে বরগুনা জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নানা শ্রেণি-পেশার তিন সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নিহত রিফাত শরীফের বাবা দুলাল শরীফ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রইসুল আলম রিপন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুনাম দেবনাথ, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. সিদ্দিকুর রহমান, জেলা যুবলীগ সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, সাধারণ সম্পাদক সাহাবুদ্দীন সাবু ও জেলা ছাত্রলীগের সভাপতি অ্যাডভোকেট জুবায়ের আদনান অনিকসহ আরও অনেকে।

মানববন্ধনে জেলা ছাত্রলীগের সভাপতি অ্যাডভোকেট জুবায়ের আদনান অনিক বলেন, রিফাত হত্যার প্রধান অভিযুক্ত নয়নের মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম নিয়ে গত বছর সংবাদ সম্মেলন করেছে বরগুনা জেলা ছাত্রলীগ। এরপরও নয়নের বিরুদ্ধে কোন ধরণের ব্যবস্থা নেয়া হয়নি। এ কারণে ধীরে ধীরে বেপরোয়া হয়ে ওঠে সে। প্রভাবশালীদের প্রশ্রয়ে নয়ন বীরদর্পে বরগুনায় ঘুরে বেড়িয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মানববন্ধন ও সমাবেশে অন্যান্য বক্তারা রিফাতের প্রকাশ্য খুনি নয়নসহ অন্যান্যদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে একই দাবিতে বরগুনা পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল করে সাধারণ জনতা।

উল্লেখ্য, গত বুধবার বরগুনা পৌর শহরের কলেজ রোড এলাকায় ডিস ব্যবসায়ী যুবলীগ কর্মী শাহনেওয়াজ রিফাত শরীফকে স্ত্রীর সামনে প্রকাশ্যে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে নয়ন বন্ড ও তার সহযোগী সন্ত্রাসীরা। মুমূর্ষু অবস্থায় রিফাতকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলে আনার পর তার মৃত্যু হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments