Sunday, September 14, 2025
Homeসারাদেশঢাকাএইচএসসি'র ফল প্রকাশ, পাশের হার ৭৩.৯৩%

এইচএসসি’র ফল প্রকাশ, পাশের হার ৭৩.৯৩%

সচেতন বার্তা, ১৭ জুলাই:২০১৯ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার( ১৭ জুলাই) গণভবনে এইচএসসি ও সমমানের সম্মিলিত ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

এবার এইচএসসিতে ৮টি শিক্ষাবোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। জিপিএ -৫ পেয়েছে ৪৭ হাজার ৫৮৬ জন। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৫৬ শতাংশ। জিপিএ পাঁচ পেয়েছে ২ হাজার ২৪৩ জন। কারিগরি বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৬২ শতাংশ। জিপিএ পাঁচ পেয়েছে ৩ হাজার ২শ ৩৬ জন।

পরীক্ষা শেষ হওয়ার ৫৫ দিনেই এই ফল প্রকাশ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘সমাজ উন্নত করতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষার সুষ্ঠু পরিবেশের এই ধারা অব্যাহত রাখতে হবে।’

গত ১ এপ্রিল ২০১৯ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এইচএসসি পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৮ হাজার ৭৪৭ জন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments