Monday, September 15, 2025
Homeবিজ্ঞান ও প্রযুক্তিডিজিটাল তথ্যভাণ্ডার সুরক্ষায় ১৪৬ কোটি টাকার প্রকল্প আইসিটি বিভাগের

ডিজিটাল তথ্যভাণ্ডার সুরক্ষায় ১৪৬ কোটি টাকার প্রকল্প আইসিটি বিভাগের

দেশের পরিকল্পনা কমিশন ডিজিটাল তথ্যভাণ্ডারকে সাইবার আক্রমণ থেকে রক্ষায় উদ্যোগ নিচ্ছে। এ জন্য ‘বিজিডি ই-গভ সিআইআরটির সক্ষমতা বৃদ্ধি’ নামের একটি প্রকল্প হাতে নিতে যাচ্ছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ।

পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ১৪৬ কোটি ৭১ লাখ টাকার এই প্রকল্প বাস্তবায়িত হলে সরকারি দফতরে সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতা বাড়বে এবং জাতীয় গুরুত্বপূর্ণ তথ্য, সর্বোপরি জাতীয় সাইবার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

এ ব্যাপারে সরকারের আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) মামুন-আল-রশিদ বলেন, ডাটা সেন্টারটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমরা প্রতি মুহূর্তে শঙ্কায় থাকি, কখন কী হয়। এখানে নির্বাচন কমিশনের তথ্যসহ সরকারি সব অফিসের তথ্য সংরক্ষিত আছে। আমরা সবসময় সতর্ক অবস্থায় আছি। তারপরও বিভিন্ন স্থান থেকে সাইবার আক্রমণের চেষ্টা চলে। সেসব আক্রমণ থেকে ডাটা সেন্টারকে রক্ষায় এই প্রকল্প ভ‚মিকা রাখবে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রকল্প প্রস্তাব পাওয়ার পর গত ২২ মে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়। সভায় মূল্যায়ন কমিটি বেশকিছু সুপারিশ দেয়। ওই সুপারিশের ভিত্তিতে এরই মধ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পুনর্গঠন করা হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আগামী সভায় তা উপস্থাপন করার প্রস্তুতি নেয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। অনুমোদন পেলে চলতি বছর থেকে ২০২৪ সালের জুনের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।
আইসিটি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, রূপকল্প ২০২১ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের আওতায় সরকারি কাজের বড় অংশ দ্রুত ডিজিটাইজেশনের মাধ্যমে ই-সেবা, ই-কমার্স, অনলাইন ব্যাংকিং সেবা চালু হয়েছে। জনগণের দোরগোড়ায় ই-সেবা পৌঁছে দিতে সরকার জাতীয় ডাটা সেন্টার স্থাপন ও দেশব্যাপী সব সরকারি দফতরগুলোর মধ্যে নেটওয়ার্ক কানেকটিভিটির কাজ শেষ করেছে। কিন্তু জাতীয় ডাটা সেন্টার ও আর্থিক প্রতিষ্ঠানের অনলাইন সেবাগুলো বিভিন্ন সাইবার আক্রমণে আক্রান্ত হচ্ছে।

এসব আক্রমণ থেকে সরকারের গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামোগুলো নিরাপদ রাখতে বিসিসির আওতায় বিজিডি ই-গভ সিআইআরটি (কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম) প্রতিষ্ঠা করা হয়। ডিজিটাল বাংলাদেশের আওতায় অর্জনগুলো সুরক্ষিত করার জন্য বিসিসির কার্যক্রমের আওতায় সাইবার নিরাপত্তা দেয়ার জন্য এই টিম গঠন করা হয়েছে।

এদিকে, বিজিডি ই-গভ সিআইআরটির কার্যক্রম এতদিন পরিচালিত হতো লিভারেজিং আইসিটি ফর গ্রোথ এন্ড এমপ্লয়মেন্ট (এলআইসিটি) প্রকল্প থেকে। এই প্রকল্পের মেয়াদ চলতি বছরের জুনে শেষ হয়েছে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments