Monday, September 15, 2025
Homeবাংলাদেশকার্যবিবরণী থেকে মাহবুব তালুকদারের বক্তব্য বাদ দেওয়ার অভিযোগ

কার্যবিবরণী থেকে মাহবুব তালুকদারের বক্তব্য বাদ দেওয়ার অভিযোগ

নির্বাচন কমিশনের সভায় দেওয়া বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার অভিযোগ তুলেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বিষয়টি আইনসিদ্ধ না হওয়ার পাশাপাশি এতে তার অধিকার খর্ব হয়েছে বলেও তিনি মনে করছেন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচন নিয়ে ওই সভাটি হয়েছিল গত ২১ জুলাই।

মাহবুব তালুকদার আজ এক লিখিত বিবৃতিতে বলেছেন, গত ২৫ জুলাই হয়ে যাওয়া ওই নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে হতে হয় সে সম্পর্কে তিনি কমিশনের ৫০তম সভায় বক্তব্য রেখেছিলেন। ওই এলাকার লোকজনের আশঙ্কা ছিল যে তারা ভীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত পরিবেশে ভোট দিতে পারবেন না। এই আশঙ্কার কথা বিজ্ঞাপন আকারে কয়েকটি পত্রিকায় ছাপা হয়েছিল। কিন্তু এই সভা শেষে যে কার্যবিবরণীর খসড়া তার কাছে পেশ করা হয় তাতে তার বক্তব্য অন্তর্ভুক্ত ছিল না।

এ কারণে মাহবুব তালুকদার তার বক্তব্য সংযুক্ত করে খসড়া কার্যবিবরণীটি আবার পেশ করার জন্য কমিশনের সচিবের কাছে ফেরত পাঠান।

মাহবুব তালুকদারের অভিযোগ, “সচিব মহোদয় আমার নিকট পুনরায় নথি পেশ না করে আমাকে পাশ কাটিয়ে মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে কার্যবিবরণীটি অনুমোদন করিয়ে নেন। আমার কাছে বিষয়টি আইনসিদ্ধ বলে মনে হয়নি। এতে আমার অধিকার খর্ব হয়েছে।”

এ ঘটনায় নির্বাচন কমিশনে একটি খারাপ দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলেও মনে করছেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments