Monday, September 15, 2025
Homeঅন্যান্যফোন নাম্বারই বিপত্তির কারন, ক্ষমা চাইলেন সানি লিওন

ফোন নাম্বারই বিপত্তির কারন, ক্ষমা চাইলেন সানি লিওন

দিল্লির এক বাসিন্দা পুণীত আগরওয়াল সানি লিওনের একটি সিনেমার জন্য চরম অস্বস্তিতে পড়েছেন। সিনেমা করেছেন অনেক। অনেক আইটেম ডান্সও করেছেন সানি। কিন্তু এভাবে কখনও কারও অস্বস্তির কারণ হয়ে ওঠেননি। শেষ পর্যন্ত ক্ষমাই চাইলেন সানি লিওন।

ভারতীয় সংবাদমাধ্যম গুলোতে প্রকাশিত খবরের সূত্রে জানা যায়, ছবির একটি দৃশ্যে সানি লিওন তার ফোন নম্বরটি ছবির অন্য একটি চরিত্রকে দিচ্ছেন। আর সেই নম্বরটি হলো দিল্লির বাসিন্দা পুণীত আগরওয়াল নামের এক ব্যক্তির। এরপর থেকেই সানি লিওনের ভক্তকুল ঝাঁপিয়ে পড়েছে ওই নাম্বারে।

অন্তত শ’তিনেক ফোনে নাজেহাল পুনীত আগরওয়াল। গত ২৬ জুলাই থেকে এরকম একটার পর একটা ফোন পেয়ে পুলিশের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন।

এদিকে ২৬ জুলাই তার কাছে প্রথম ফোনটি আসে। সানি লিওনকেও চাওয়ায় একটু অবাক হন তিনি। তবে ভেবেছিলেন কেউ বোধহয় তার সঙ্গে মজা করছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারেন ব্যাপারটা মোটেই মজার নয়। এরপর জানতে পারেন সদ্য রিলিজ হওয়া ছবি ‘অর্জুন পাতিয়ালা’-তে তার ফোন নম্বরটি ব্যবহার করা হয়েছে। গত কয়েকদিনে এরকম কয়েকশো ফোন এসছে তার নম্বরে। পরে বিড়ম্বনা থেকে রক্ষা পেতে পুলিশের দ্বারস্থ হন পুণীত। হেনস্থার অভিযোগ জানিয়ে থানায় একটি ডায়েরিও করেছেন তিনি।

লোকজন তাকে ফোন করে কুরুচিকর প্রস্তাব দিচ্ছেন বলেও জানান দিল্লির এই বাসিন্দা। প্রয়োজনে ওই ছবির নির্মাতাদের আদালতে নিয়ে যাবেন বলেও ঠিক করেন পুনীত আগরওয়াল। সানি লিওন বলেন এমনিই এক বিপত্তিকর অবস্থা সৃষ্ঠি হতে পারে তা কখনোই আমি ভাবিনি।

আমি ক্ষমা চাইছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments