সচেতন বার্তা, ৯ আগস্ট: টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ শুক্রবার দুপুর পোনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় বঙ্গবন্ধু সেতুতে পারাপারের লাইন বন্ধ হয়ে যাওয়ায় উত্তর ও পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ সামান্য বলে জানা গেছে। তবে ঘরে ফেরা মানুষের ঈদযাত্রায় ভোগান্তি বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
ঢাকা থেকে খুলনাগামী ৭২৬ সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি বিপুলসংখ্যক যাত্রী নিয়ে বঙ্গবন্ধু সেতুতে ওঠার আগে লাইনচ্যুত হয়।
বঙ্গবন্ধু সেতুর প্রায় এক কিলোমিটার আগে এ লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এতে “ছ” কোচের একটি বগি লাইনচ্যুত হয়ে গেছে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, উদ্ধারকাজে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।