Tuesday, September 16, 2025
Homeআন্তর্জাতিকআল-আকসা মসজিদে ঈদের নামাজে হামলা, হামাসের হুঁশিয়ারি

আল-আকসা মসজিদে ঈদের নামাজে হামলা, হামাসের হুঁশিয়ারি

জেরুজালেমে মসজিদুল আকসায় গতকাল রোববার ঈদের নামাজ আদায়ে সমবেত মুসল্লিদের সঙ্গে ইসরাইলি সেনাদের বড় ধরনের সংঘর্ষের পর ইসরাইলকে হুঁশিয়ার করে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস।

হামলার পর হামাসের এক বিবৃতিতে মসজিদুল আকসাকে ফিলিস্তিনসহ গোটা মুসলিম উম্মাহর ‘রেড লাইন’ বলে উল্লেখ করা হয় বলে পার্স টুডের এক প্রতিবেদনে বলা হয়।

আল-আকসা মসজিদ মুসলমান ও ইহুদিদের জন্য পবিত্র স্থান। মুসলমানরা এটিকে আল হারাম আল শরিফ বলেন। আর ইহুদিরা স্থানটিকে টেম্পল মাউন্ট বলে  থাকেন।

হামাসের বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি জনগণ এই পবিত্র স্থান রক্ষা করার জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করতে প্রস্তুত রয়েছে। ফিলিস্তিনিরা বহুবার আল-আকসা মসজিদের পবিত্রতা রক্ষা করার ব্যাপারে নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করেছে বলেও হামাসের বিবৃতিতে দাবি করা হয়।

বেশিরভাগ আরব দেশের সঙ্গে মিল রেখে ফিলিস্তিনেও গতকাল রোববার ঈদুল আজহা উদযাপিত হয়। এ উপলক্ষে প্রায় এক লাখ ২০ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে বায়তুল মুকাদ্দাস শহরের আল-আকসা মসজিদে সমবেত হয়েছিলেন। এক পর্যায়ে সমবেত মুসল্লিদের ওপর ইসরাইলি সেনারা হামলা করলে অন্তত ১৪ জন আহত হন। এ সময় ইসরায়েলি সেনারা অন্তত দুজন ফিলিস্তিনি মুসল্লিকে আটক করে নিয়ে যায় বলে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে।

অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরে অবস্থিত মুকাদ্দাস শহরে মসজিদুল আকসা অবস্থিত। গত ৭০ বছরেরও বেশি সময় ধরে এটিকে ইসরায়েল দখল করে রেখেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments