Monday, September 15, 2025
Homeরাজশাহীরাজশাহী সিটিবিপুল উৎসাহ-উদ্দীপনায় রাজশাহীতে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত

বিপুল উৎসাহ-উদ্দীপনায় রাজশাহীতে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত

রাজশাহীতে বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং যথাযথ ধর্মীয় মর্যদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করছে। হয়রত শাহমখদুম (রাঃ) ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল আটটায় ঈদুল আযহার এই জামাত অনুষ্ঠিত হয় ।

শান্তির নগরী রাজশাহী, অন্যান্য প্রতিবারের ন্যায় সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একই কাতারে আওয়ামী লীগ, বিএনপি, ওয়ার্কাস পার্টি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা পাশাপাশি ঈদের নামাজ আদায় করেন।

প্রধান জামাতে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, রাজশাহী- (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাংসদ ডা. মনসুর রহমান, বিভাগীয় কমিশনার নূর উর রহমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, নগর বিএনপি সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলসহ হাজার হাজার মুসল্লি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments