Monday, September 15, 2025
Homeবাংলাদেশশেষ পর্যন্ত ঈদ যাত্রা স্বস্তিদায়ক ছিল: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

শেষ পর্যন্ত ঈদ যাত্রা স্বস্তিদায়ক ছিল: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

সোমবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বড় রাজাপুর গ্রামে বাড়ির এলাকার মসজিদে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি । কাদের বলেন, নদীতে প্রচণ্ড স্রোত ও ভারী বৃষ্টির জন্য এবার ফেরিঘাটে চলাচল বিঘ্নিত হয়েছে, যানজটও হয়েছে। সড়কে ধীরগতি হয়েছে, পশুবাহী গাড়ির জন্য কোথাও কোথাও সমস্যা হয়েছে।

“ঢাকা- চট্টগ্রাম -সিলেট-ময়মনসিংহ সব রুটই ভালো ছিল, শুধু একটি রুটে সমস্যা হয়েছে, সেটা হচ্ছে ঢাকা- টাঙ্গাইল সেতুর ওপারে নলকা পর্যন্ত। সেটা গতকাল ছিল না। যাত্রী‌দের ভোগা‌ন্তি হওয়ায় আন্ত‌রিকভা‌বে দুঃখ প্রকাশ ক‌রেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

“শেষটা যার ভালো সেটাই ভালো, গতকাল শেষ পর্যন্ত মানুষ স্বস্তিতে ফিরেছে। ঈদের পরও আমি আশা করি যারা ঘরে ফিরেছেন, তারা কর্মস্থলে ফিরে আসবেন।”

যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে জনগণ যাতে তাড়াতাড়ি ফিরতে পারে সেজন্য আইন শৃংঙ্খলা বাহিনী, শ্রমিক পরিবহন সংশ্লিষ্টরা সতর্ক রয়েছেন বলে জানান কাদের। এর আগে মন্ত্রী তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

তিনি বলেন, “বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ থেকে সাম্প্রদায়িক অপশক্তির মূল উৎপাটন করব, ঈদের দিনে এটাই আমাদের প্রার্থনা।”

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, বসুরহাটের পৌর মেয়র আব্দুল কাদের মির্জাসহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments