কক্সবাজারের পেকুয়া উপজেলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কামাল হোসেন ওরফে বাদশা ডাকাত (৩৩) নামে একজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোররাত চারটার দিকে মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব জানায়, গোপন গূত্রের খবরের ভিত্তিতে র্যাব অভিযানে গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়লে র্যাব পালটা গুলি চালায়।
ঘটনাস্থল থেকে দেশে তৈরি চারটি বন্দুক (এলজি), ১২টি তাজা কার্তুজ, ৮টি খোসা ও ৪টি ধারালো কিরিচ উদ্ধার করা হয় বলে র্যাব জানিয়েছে ।