ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ইব্রাহিম খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে, সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮ এর ১২(১) ধারা অনুযায়ী ইব্রাহিম খানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি পুলিশ সদর দপ্তরে সংযুক্ত থাকবেন এবং এবং নিয়মানুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
ওয়ারীতে শহীদ পরিবারের বাড়ি ভাঙা ও জমি দখলের সময় বাধা দেননি ডিসি ইব্রাহিম। তাই দায়িত্বে অবহেলা ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।