Monday, September 15, 2025
Homeবাংলাদেশসরকারি কর্মচারীরা জটিল রোগের চিকিৎসায় পাবেন ২ লাখ টাকা

সরকারি কর্মচারীরা জটিল রোগের চিকিৎসায় পাবেন ২ লাখ টাকা

জটিল ও দূরারোগ্য ব্যধির চিকিৎসায় সরকারি কর্মচারীদের অনুদান ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে। বৃহস্পতিবার কল্যাণ তহবিলে সরকারি কর্মচারীদের দেয়া চাঁদা ও অনুদানের পরিমাণ বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে সাধারণ চিকিৎসা অনুদান সর্বোচ্চ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা, দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়ায় সহায়তা ৫ হাজার টাকা থেকে বেড়ে ১০ হাজার টাকা, যৌথ বীমার এককালীন অনুদান ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে।

জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, বাংলাদেশ কর্মচারী বোর্ডের বোর্ড সভার সিদ্ধান্ত এবং ‘বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন) আইন, ২০১৮’ অনুসারে কর্মচারী কল্যাণ তহবিলে কর্মচারীদের প্রদেয় চাঁদা, কল্যাণ তহবিল থেকে প্রদেয় অনুদান ও কর্মচারীদের যৌথ বীমা তহবিলে তাদের প্রদেয় প্রিমিয়াম হার ও অন্যান্য অনুদানের পরিমাণ পুনর্নির্ধারণ করা হয়েছে। কল্যাণ তহবিলের মাসিক সর্বোচ্চ চাঁদা নির্ধারণ করা হয়েছে মূল বেতনের এক শতাংশ, কিন্তু সর্বোচ্চ ১৫০ টাকা। আগে এটা ছিল মূল বেতনের এক শতাংশ বা সর্বোচ্চ ৫০ টাকা। যৌথ বীমার মাসিক সর্বোচ্চ প্রিমিয়াম ছিল ৭০ টাকা। এখন সেটা মূল বেতনের শূন্য দশমিক ৭০ শতাংশ, কিন্তু ১০০ টাকা করা হয়েছে। মাসিক কল্যাণ ভাতা দেড় হাজার টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments