রাজধানীর হাতিরঝিল থানার বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি কিশোর গ্যাং গ্রুপের শতাধিক সদস্যকে আটকের দাবি করেছে পুলিশ। কিশোর গ্যাং’য়ের সদস্য সন্দেহে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে শতাধিক কিশোর-তরুণকে আটক করেছে পুলিশ।
শুক্রবার হাতিরঝিলের বিভিন্ন এলাকায় যায় পুলিশ। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে এ অভিযান। পরে আটকদের নিয়ে যাওয়া হয় হাতিরঝিল থানায়। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার আনিসুর রহমান সাংবাদিকদের জানান, নারীদের উত্যক্ত করার এবং মাদক গ্রহণের অভিযোগে এদেরকে আটক করা হয়।
তিনি জানান, হাতিরঝিল থানা পুলিশের একটি দল আজ রাজধানীর বাংলামোটর, মধুবাগ এবং মগবাজার রেলক্রসিং এলাকায় অভিযান চালায়। বিকেল তিনটা থেকে পরিচালিত চারঘণ্টার অভিযানে বেশ কয়েকটি কিশোর গ্যাং গ্রুপের সন্দেহভাজন শতাধিক সদস্যকে আটক করা হয়।
ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-কমিশনার হাফিজ আল ফারুক জানান, কিছুদিন ধরে স্থানীয় অভিভাবকদের কাছ থেকে পুনঃপুন অভিযোগ পেয়ে এই অভিযান চালায় পুলিশ।
তিনি জানান, প্রথমে আটককৃতদের বিরুদ্ধে আনিত অভিযোগ খতিয়ে দেখা হবে। পরে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।