Monday, September 15, 2025
Homeজাতীয়অপরাধ১৪ বছরের মেয়ের সঙ্গে ৩৯ বছরের ছেলের বিয়ে, অতপর...

১৪ বছরের মেয়ের সঙ্গে ৩৯ বছরের ছেলের বিয়ে, অতপর…

“‘মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে ধামারন গ্রামে বাল্যবিয়ে দেয়ায় দুই পরিবারকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ইউএনও।

‘গত ১৭ সেপ্টেম্বর মুন্সিগঞ্জে নোটারি পাবলিকের মাধ্যমে বয়স বেশি দেখিয়ে বিবাহ হলফনামা করেন তারা। পরে গত শুক্রবারে অতিথি আপ্যায়ন ও বিয়ে সম্পূর্ণ করার অনুষ্ঠান আয়োজন করে দুই পরিবার।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তার। তার উপস্থিতি টের পেয়ে ছেলে-মেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে বিয়ের সাক্ষীদের আটক করা হয়।

‘পরে ছেলে ও মেয়ের পরিবারদের হাজির হওয়ার নির্দেশ দেন তিনি। গত শনিবার রাত ১০টায় উভয় পক্ষ উপজেলা পরিষদে আসেন। তারা দোষ স্বীকার করেন। এসময় তাদের ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন হাসিনা আক্তার।

‘এ নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের জানান, টঙ্গীবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সত্যতা পেয়েছি। তারা দোষ স্বীকার করেছেন। তাদের অর্থদণ্ড দেয়া হয়েছে।'”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments