Sunday, September 14, 2025
Homeখেলাধুলাক্রিকেটসাকিব নাম লেখাতে যাচ্ছেন দ্য হান্ড্রেড ক্রিকেটে

সাকিব নাম লেখাতে যাচ্ছেন দ্য হান্ড্রেড ক্রিকেটে

আগামী বছর ইংল্যান্ডে প্রথমবারের মতো অনুষ্ঠেয় দ্য হান্ড্রেড (একশ’ বলের) ক্রিকেটে নাম লেখাতে যাচ্ছেন বাংলাদেশ টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান।

ভারত ছাড়া বিশ্বের তারকা ক্রিকেটাররা অংশ নিচ্ছে এ টুর্নামেন্টে।

লন্ডনের দুই শহর ছাড়া বার্মিংহাম, ম্যানচেস্টার লীডস, নটিংহাম, কার্ডিফ ও সাউদাম্পটন কেন্দ্রিক আটটি দল অংশ গ্রহণ করবে এ টুর্নামেন্টে।

ইংল্যান্ডের আটটি শহর কেন্দ্রিক আটটি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এ টুর্নামেন্টের খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর। ইংলিশ গ্রীষ্ম মৌসুম আগামী বছরের ১৭ জুলাই থেকে ১৬ আগস্ট হবে এ টুর্নামেন্ট।

সাকিব ছাড়াও এ টুর্নামেন্ট অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন বিশ্বকাপ জয়ী অনেক তারকা খেলোয়াড়। এর মধ্যে আছেন ইংল্যান্ড অধিনায়ক ইয়োইন মরগান, ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান ক্রিস গেইল, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, আফগানিস্তান অধিনায়ক রশিদ খান, অস্ট্রেলিয়া ওপেনার ডেভিড ওয়ার্নার এবং পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments