Tuesday, September 16, 2025
Homeরাজনীতিফতুল্লায় শিল্পপতিদের ক্লাবে জুয়ার বোর্ড, সভাপতি গ্রেফতার

ফতুল্লায় শিল্পপতিদের ক্লাবে জুয়ার বোর্ড, সভাপতি গ্রেফতার

“শিল্পাঞ্চল ফতুল্লায় ‘শিল্পপতিদের ক্লাব’ নামে খ্যাত দি ইউনাইটেড অ্যাসোসিয়েশন ক্লাবে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।”

“কড়া নিরাপত্তাবেষ্টিত এই ক্লাবে অভিযান চালিয়ে জুয়া খেলার টাকাসহ গ্রেফতার করা হয়েছে ক্লাব সভাপতি ও স্থানীয় শিল্পপতি তোফাজ্জল হোসেন তাপুসহ (৫৫) সাতজনকে। বৃহস্পতিবার মধ্যরাতে এই অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে। গ্রেফতারকৃত অপর ৬ জন হলেন কামাল হোসেন ওরফে গলাকাটা কামাল (৪৮), শামসুজ্জামান (৪০), মোস্তাফিজুর রহমান (৫২), ইকবাল হোসেন (৪৯), এবিএম শফিকুল ইসলাম (৫০) ও আফজাল হোসেন (৪০)।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতেই ক্লাবটিতে অভিযান পরিচালনা করা হয়েছে। গোপন তথ্য ছিল, ওই ক্লাবে জুয়ার বোর্ড চালানো হয় এবং মদ বিক্রি করা হয় অবৈধভাবে। সেখান থেকে জুয়া খেলার তিন বান্ডিল কার্ড ও ২০ হাজার ৫শ’ টাকা জব্দ করা হয়।

“সূত্র জানায়, অভিযানে বিষয়টি টের পেয়ে সেখান থেকে বিশাল অংকের জুয়ার টাকা সরিয়ে ফেলা হয়েছে।

“এদিকে অভিযানের সত্যতা স্বীকার করে জেলা পুলিশের মিডিয়া উইং বিশেষ শাখার পরিদর্শক (ডিএসবি) ডিআইও-টু সাজ্জাদ রোমন জানান, ডিবি পুলিশের অভিযানে জুয়ার টেবিল থেকে সাতজনকে আটক করা হয়েছে। আটককৃতদেরকে শুক্রবার দুপুরে জুয়া আইনের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments