চলমান ‘শুদ্ধি অভিযানের’ অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলর মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের আলোচিত নেতা হাবিবুর রহমান মিজানকে আটক করেছে র্যাব।
র্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান শুক্রবার বলেন, “হাবিবুর রহমান মিজান পাশের দেশে পালিয়ে যাওয়ার চেষ্টায় ছিলেন। গত রাতে শ্রীমঙ্গল থেকে তাকে আটক করা হয়।”
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজান মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। হত্যা, মাদকের কারবার,চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগের সঙ্গে জড়িয়ে আছে তার নাম।
দুর্নীতির বিরুদ্ধে সরকারের চলমান ‘শুদ্ধি অভিযানের’ মধ্যে হঠাৎ করেই লাপাত্তা হন ক্ষমতাসীন দলের নেতা মিজান। গত সোমবার রাতে মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডে মিজানের ফ্ল্যাটে অভিযান চালায় র্যাব। কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি।
মিজানের ফ্ল্যাটের কেয়ারটেকার সোহরাব বলে, “বাড়িতে মিজান তার স্ত্রী, ছেলে ও ছেলের বউকে নিয়ে থাকেন।” গত সোমবার থেকে মিজান বাড়িতে নেই। ওইদিনই র্যাব এসে তাকে খুঁজে গিয়েছিল। সোহরাব জানায়, “গতকাল (বৃহস্পতিবার) স্যারের ছেলে মামুন বাসা থেকে বের হয়ে যান। তিনিও ফেরেন নাই। আজকে (শুক্রবার) সকালে ম্যাডামও বাড়ি থেকে বের হয়ে গেছেন। এখন মামুন সাহেবের স্ত্রী রয়েছেন শুধু।”
লালমাটিয়ায় ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানের অফিসেও অভিযান চালানো হয়েছে জানিয়ে র্যাব-২ অধিনায়ক আশিক বিল্লাহ বলেন, “তার বিরুদ্ধে হত্যা, মাদকের কারবারসহ যেসব অভিযোগ রয়েছে, সেই মামলাগুলির নথিপত্র নিয়ে আমরা পর্যালোচনা করব। তবে বিহারি ক্যাম্পে তার মাদকের কারবারের অভিযোগটি খুব সুনির্দিষ্ট।”