Monday, September 15, 2025
Homeজাতীয়অপরাধমিজানের কাছে পিস্তল, গুলি ও বাড়ী থেকে কোটি টাকার এফডিআর উদ্ধার

মিজানের কাছে পিস্তল, গুলি ও বাড়ী থেকে কোটি টাকার এফডিআর উদ্ধার

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিজানের বাসায় তল্লাশি চালিয়ে এক কোটি টাকার এফডিআর উদ্ধার করেছে র‌্যাব।

হাবিবুর রহমান মিজানের, হত্যাসহ মাদকের কারবার,চাঁদাবাজি ছাড়াও বিভিন্ন অভিযোগ আছে। সাম্প্রতিক সময়ে সরকারের দুর্নীতির বিরুদ্ধে চলমান ‘শুদ্ধি অভিযানে’ হঠাৎ করেই লাপাত্তা হয়েছিলেন তিনি।

এর আগে শুক্রবার বিকাল ৪টার দিকে মিজানকে নিয়ে লালমাটিয়ায় তার অফিসে এবং মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডের বাসায় তল্লাশি শুরু করে র‌্যাব।

এসময় তার স্বাক্ষর সম্বলিত বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের বেশ কয়েকটি চেক উদ্ধার করা হয়েছে, যেগুলোতে লেখা টাকার অঙ্ক যোগ করে মোট ৬ কোটি ৭৭ লাখ টাকার হিসাব পাওয়ার কথা জানান র‌্যাব কর্মকর্তারা।

গণমাধ্যমকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, শ্রীমঙ্গল থেকে আটকের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুই লাখ টাকা নগদ উদ্ধার করা হয়। আর ছয় কোটি ৭৭ লাখ টাকার চেক, এক কোটি টাকার এফডিআরসহ অস্ত্র-গুলি উদ্ধার করা হয় তার বাসা থেকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments