Monday, September 15, 2025
Homeজাতীয়অপরাধচোর বলে- ‘আমরা পুলিশের লোক'

চোর বলে- ‘আমরা পুলিশের লোক’

বাসার বাইরে তালা লাগিয়ে জুমার নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন গৃহকর্তা। নামাজ শেষে বাসায় ফিরে দেখেন দরজা লাগানো আছে, কিন্তু তালা নেই। ভেতর থেকে দরজা বন্ধ। কড়া নাড়তেই চোর বলে উঠল- ‘আমরা পুলিশের লোক। পরে থানায় ফোন করেন সেই গৃহকর্তা। পুলিশ গিয়ে দরজা খুললে দেখা যায়, এক চোর দাঁড়িয়ে আছে।

গতকাল শুক্রবার পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় শাহজাহান সোসাইটির মমতাজ ভিলায় ঘটনাটি ঘটে। সেই চোরকে একনজর দেখতে ভিড় করেন এলাকাবাসী। পরে ওই ভুয়া পুলিশকে থানায় নিয়ে যাওয়া হয়। আটক চোর জামাল উদ্দিনের (৪০) বাড়ি চন্দনাইশের দোহাজারীতে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া গণমাধ্যমে বলেন, দুপুরে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে জামাল।

এরপর ভেতর থেকে হুক লাগিয়ে মালপত্র গোছাচ্ছিল সে। কিন্তু বের হওয়ার মুহূর্তে বাড়ির মালিক চলে আসায় ওই চোর ধরা পড়ে। সে আলমারি ভেঙে জায়গা-জমির মূল দলিল, গহনাসহ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments