Monday, September 15, 2025
Homeআন্তর্জাতিকটয়লেটে হবু বরের সেলফি ছবি দেখালেই কনে পাবেন ৫১ হাজার রুপি!

টয়লেটে হবু বরের সেলফি ছবি দেখালেই কনে পাবেন ৫১ হাজার রুপি!

বাড়িতে টয়লেট ব্যবস্থা নিশ্চিত করতে অভিনব এক উদ্যোগ নিয়েছে ভারতের মধ্যপ্রদেশ সরকার। সরকারি নির্দেশনা অনুযায়ী, হবু বরের বাড়িতে টয়লেট আছে এ প্রমাণ দিতে পারলেই এ প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আবেদন করতে পারবেন কনে। সেক্ষেত্রে বরকে নিজের টয়লেটে সেলফি তুলে দিতে হবে। এটি দেখালেই কনে পুরস্কার হিসেবে পাবেন ৫১ হাজার রুপি।

জানা গেছে, যেহেতু সরকারি কর্মকর্তারা সবসময় বাড়িতে বাড়িতে গিয়ে তদারকি করতে পারেন না এ জন্য এমন অভিনব নিয়ম চালু করা হয়েছে। শুধু গ্রামাঞ্চল নয়, এ একই নিয়ম চালু করা হয়েছে ভোপালের পৌরসভা এলাকাতেও।

সম্প্রতি ভোপালের কেন্দ্রীয় গ্রন্থাগারে ৭৪ টি গণবিয়ের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে আগত জাহাঙ্গীরাবাদের বাসিন্দা এক বর বললেন, ‘ ভাবুন তো, বিয়ের সার্টিফিকেটের সঙ্গে টয়লেটে বরের তোলা সেলফি যুক্ত থাকবে। ব্যাপারটা কেমন দেখায়?’ তিনি আরও বলেন, ‘আমাকে বলা হয়েছিল, এই ছবি না দিলে কাজি নিকাহ পড়বেন না।’

সমাজকল্যাণ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি জেএন কানসোটিয়ারের মতে, ‘এতে খারাপ কিছু নেই। তবে এটি আরও ভালো কিছু করা যেত।’

২০১৩ সাল থেকে ভোপালে টয়লেটের প্রকল্প চালু রয়েছে। তবে সম্প্রতি বরের সেলফি তোলার বিষয়টা সংযুক্ত করা হয়েছে।

এ প্রকল্পের এক কর্মকর্তা জানান, ‘ আগে এ প্রকল্পটি এক ধরনের শিথিলতা ছিল। নিয়ম অনুযায়ী, বিয়ের ৩০ দিনের মধ্যে বরকে টয়লেট নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এখন সে নিয়ম নেই।’ সূত্র : টাইমস অব ইন্ডিয়া

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments