Monday, September 15, 2025
Homeঘটনা-দুর্ঘটনাছেলের মৃত্যুর সংবাদে প্রাণ গেল মায়ের

ছেলের মৃত্যুর সংবাদে প্রাণ গেল মায়ের

ছেলে ইসহাক মিয়ার (৫০) মৃত্যুর সংবাদ শুনে তাঁর মা রাজিয়া খাতুন (৭০) মারা গেছেন। গতকাল শনিবার রাত আটটার দিকে নেত্রকোনার কলমাকান্দার নাজিরপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আজ রোববার দুপুরে নাজিরপুর ঈদগাহ মাঠে মা ও ছেলের জানাজা শেষে মরদেহ নাজিরপুর সর্বজনীন কবরস্থানে দাফন করা হয়।

মারা যাওয়া ইসহাক নাজিরপুর বাজার এলাকার বাসিন্দা মৃত ইব্রাহিম মিয়ার ছেলে। তিনি পেশায় লন্ড্রির দোকানদার ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ইসহাক মিয়া গতকাল সন্ধ্যায় তাঁর নিজ দোকানে কাপড় ইস্ত্রিরি করার সময় হঠাৎ হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এই দুঃসংবাদ শোনার পর তাঁর বৃদ্ধ মা রাজিয়া খাতুনও সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল কুদ্দুছ বলেন, ‘মা-ছেলের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই হৃদয়বিদারক ঘটনায় আমরা এলাকাবাসী শোকাহত। তাঁদের আত্মার শান্তি কামনাসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments