১৩ অক্টোবর, সন্ধ্যায় রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের একটি দল। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গোয়েন্দা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আলী হোসেন (৩১) ও মোঃ রিদোয়ান (২৩) কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে ঢাকায় এনে রাজধানীর ওয়ারী ও সূত্রাপুর থানা এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করত।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর ওয়ারী থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।