Monday, September 15, 2025
Homeসারাদেশরাজধানীছাত্র রাজনীতি নয়, ক্যাম্পাসে সন্ত্রাস-চাঁদাবাজি-টেন্ডারবাজি বন্ধ করুন

ছাত্র রাজনীতি নয়, ক্যাম্পাসে সন্ত্রাস-চাঁদাবাজি-টেন্ডারবাজি বন্ধ করুন

বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্য থেকে ছাত্র ইউনিয়নের কয়েকশ নেতা-কর্মী সাদা রঙের টিশার্ট পড়ে সন্ত্রাস-আধিপত্যের বিরুদ্ধে ‘শুভ্র পদযাত্রা’ কর্মসুচি পালন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্য থেকে শুরু হওয়া এই পদযাত্রায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে নীলক্ষেত হয়ে কাঁটাবন, শাহবাগ দিয়ে টিএসসিতে এসে শেষ হয়।

পদযাত্রায় ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল, সাধারণ সম্পাদক অনিক রায়, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি মো. ফয়েজ উল্লাহ নেতৃত্ব দেন।

পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে নোবেল বলেন, “আজকে আমরা যারা ছাত্র রাজনীতি বন্ধ করতে চাই, তাদেরকে বলতে চাই, আমরা যে হত্যা-খুনের রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়েছি, এই রাজনীতিকে আপনি কোন অধিকারে বন্ধ করতে চান। ক্যাম্পাসে যে সন্ত্রাস চলছে, যে চাঁদাবাজি-টেন্ডারবাজি চলছে, বন্ধ করতে হয় এগুলো বন্ধ করেন।”

“আমরা দেখছি, ক্যাম্পাসগুলো কী ধরনের সন্ত্রাস ও আধিপত্য চলছে। আজকে শুধু বুয়েট ক্যাম্পাস নয়, পুরো বাংলাদেশে যে একদলীয় শাসন কায়েম হয়েছে, সেই একদলীয় শাসনের কালোছায়া প্রত্যেকটি ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটি ক্যাম্পাসে যারা ভিন্নমত পোষণ করে, তাদের কি ধরনের নির্যাতনের শিকার হতে হয়।”

তিনি বলেন, “স্বাধীনতার পর থেকে প্রায় দুই শতাধিক ছাত্র বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে নিষ্ঠুরভাবে হত্যার স্বীকার হয়েছে। গত ১০ বছরে প্রায় দুই ডজন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে হত্যাকাণ্ডের স্বীকার হয়েছে। কিন্তু আজ পর্যন্ত আমরা কোন ছাত্রহত্যার বিচার দেখলাম না।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments