ইউরোপিয়ান ফুটবলে গত মৌসুমে ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা হন বার্সা সুপারস্টার লিওনেল মেসি। প্রতিবছর সর্বোচ্চ গোলদাতার হাতে তুলে দেয়া হয় গোল্ডেন বুট।
গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হিসেবে এবার গোল্ডেন বুটের জন্য নির্বাচিত হন মেসি। বুধবার (১৬ অক্টোবর) এক জঁমকালো অনুষ্ঠানে তার হাতে তুলে দেয়া হয় এই পুরষ্কার।
অনুষ্ঠানে মেসির সঙ্গে উপস্থিত ছিলেন তার দুই ছেলে ও স্ত্রী। এই মৌসুমের আগে আরো পাঁচবার ইউরোপিয়ান গোল্ডেন বুট জেতেন তিনি। অন্যদিকে, চারবার ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন জুভেন্টাস তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
গত মৌসুমে লা লিগায় বার্সেলোনার হয়ে ৩৪ ম্যাচ খেলে ৩৬টি গোল করেন লিওনেল মেসি। তার অসাধারণ পারফরমেন্সে লা লিগার শিরোপা অক্ষুন্ন রাখে বার্সা।