Tuesday, September 16, 2025
Homeসারাদেশরাজধানীচয়ন ইসলাম আহ্বায়ক ও সদস্য সচিব হারুনুর রশিদ

চয়ন ইসলাম আহ্বায়ক ও সদস্য সচিব হারুনুর রশিদ

রবিবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুবলীগের শীর্ষ নেতাদের বৈঠকে আওয়ামী যুবলীগের আসন্ন সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। চয়ন ইসলামকে আহ্বায়ক এবং যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদকে সদস্য সচিব করে এই সম্মেলন প্রস্তুতি কমিটির সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবে গণমাধ্যমে চয়ন ইসলামের নাম আসলে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তাকে নিয়ে আগ্রহ দেখা দেয় চয়ন ইসলামকে নিয়ে। বছর সাতেক আগে দলীয় পদ থেকে পদত্যাগ করার পর চয়ন ইসলাম অনেকটাই নেতা-কর্মীদের দৃষ্টির আড়ালে চলে যাওয়াই এই আগ্রহ সৃষ্ঠির অন্যতম কারন।

জানা যায়, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির স্বেচ্ছাচারিতা ও অসহযোগিতার কারনে পূর্ণাঙ্গ কমিটির দিতে না পারার কারণ দেখিয়ে ২০১৪ সালে সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন এই চয়ন ইসলাম।

তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য। ১৯৯৮ সালের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য হয়ে জাতীয় সংসদে যান তিনি। এরপর ২০০৮ সালের জাতীয় নির্বাচন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments