Sunday, September 14, 2025
Homeজাতীয়অপরাধরাবিতে বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীসহ গ্রেফতার ২

রাবিতে বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীসহ গ্রেফতার ২

রবিবার ভোরে অভিযান চালিয়ে পুলিশ বহিষ্কৃত এক ছাত্রলীগ কর্মীসহ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফিরোজ আনামকে ছুরিকাঘাতের ঘটনায়  জড়িত বলে মতিহার থানা পুলিশ নিশ্চিত করেছে। আনামকে ছুরিকাঘাতের ঘটনায় এর আগে, আরো তিনজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আব্দুল আজীজের ছেলে অনিক মাহমুদ বনি (২৬) ও মোস্তাকিনের ছেলে মোস্তাফিজুর রহমান মিঠু (২৮)। তারা দুজনই বিশ্ববিদ্যালয় সংলগ্ন মীর্জাপুর এলাকার বাসিন্দা। অনিক মাহমুদ বনি বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী, শাখা ছাত্রলীগের বহিষ্কৃত কর্মী।

এর আগে, গত শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফিরোজকে মাথা ও পায়ে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের চেষ্টা করা হয়। এরপর আহতকে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়া হলে অবস্থার উন্নতি হয়। এ ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীসহ ছাত্রলীগ নেতাকর্মীরাও। অপরাধীকে ধরতে সেদিন থেকেই অভিযান চালায় মতিহার থানা পুলিশ।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, শিক্ষার্থী ফিরোজ আনামের ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় বনির সঙ্গে মাহফুজুর রহমান মিঠু নামে তার এক সহচরকেও গ্রেফতার করা হয়েছে। দুজনকে ক্যাম্পাসের বাইরে থেকে আটক করা হয়েছে। তারা ঘটনার স্বীকারোক্তি দিয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জানান, দুইজনকে গ্রেফতার করা হয়েছে। একজন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অন্যজন রাজশাহী কলেজের। গত রাতে মাদার বখ্শ হল থেকে তাদের ব্যবহৃত মোটরসাইকেল আটক করা হয়। আজ তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments