Saturday, September 13, 2025
Homeজাতীয়অপরাধগুলশানের ওয়্যার হাউজ থেকে মদ ও ফেন্সিডিল আটক

গুলশানের ওয়্যার হাউজ থেকে মদ ও ফেন্সিডিল আটক

অনুমোদনহীনভাবে মজুত রাখা ৩৮৬ বোতল বিদেশি মদ, ৮৭ বোতল ফেনসিডিল ও সাত লাখ টাকা উদ্ধার

বৃহস্পতিবার রাতে গুলশান-২ এর ১০৮ নম্বর রোডের ২৩ নম্বর বাড়িতে ইস্টার্ন ডিপ্লোম্যাটিক ওয়্যার হাউজে  র‍্যাব ও কাস্টমস যৌথ অভিযান চালায়।

ওয়্যার হাউজটির শুধু কূটনীতিকদের কাছে মদ বিক্রির অনুমতি ছিল । তবে কোনো ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা না করে রাজধানীর বিভিন্ন ক্লাবেও মদ সরবরাহ করে আসছিল গুলশানের ইস্টার্ন ডিপ্লোম্যাটিক ওয়্যার হাউজ।

অভিযানে বিপুল পরিমান অবৈধ বিদেশি মদ ও ফেন্সিডিল জব্দ করা হয়েছে।

র‍্যাব জানায়, ওয়্যার হাউজটির সরকারি অনুমোদন রয়েছে। কিন্তু তারা অবৈধভাবে অতিরিক্ত মাদকদ্রব্য মজুত রেখেছিল এবং ব্ল্যাক মার্কেটে বিক্রি করত। এছাড়া এখান থেকে বিভিন্ন ক্লাব ও ক্যাসিনোতে মাদক সরবরাহ করা হতো।

অভিযানে এখান থেকে অনুমোদনহীনভাবে মজুত রাখা ৩৮৬ বোতল বিদেশি মদ, ৮৭ বোতল ফেনসিডিল ও সাত লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

অভিযানের নেতৃত্বে দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। তিনি জানান, ওয়্যার হাউজটি থেকে বিভিন্ন ক্লাবে মদ সরবরাহ করা হতো এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে বেশকিছু অসঙ্গতিসহ অনুমোদনের বাইরে বাড়তি মাদক পাওয়া গেছে।

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও কাস্টমস আইনে মামলা করা হবে বলে জানিয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments