Saturday, September 13, 2025
Homeসারাদেশমাত্র ২০ টাকার জন্য যুবককে মাথা থেঁতলে হত্যা

মাত্র ২০ টাকার জন্য যুবককে মাথা থেঁতলে হত্যা

মাত্র ২০ টাকার জন্য যুবককে মাথা থেঁতলে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পশ্চিমবঙ্গের ঠাকুরপুকুরে ভয়াবহ এ ঘটনা ঘটে।

অভিযুক্ত অশোক রায় ও রবি দাসকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, অশোক, রবি এবং গৌতম তিনজন মিলে বসে মদ্যপান করছিল। সেখানেই তিনজনের মধ্যে টাকার ভাগাভাগি নিয়ে ঝগড়া বাধে।

অভিযুক্ত অশোক দাবি করেছেন, তিনি ২০ টাকা পেতেন গৌতমের থেকে। কিন্তু সেই টাকা গৌতম দিচ্ছিলেন না। এই নিয়েই কথা কাটাকাটি শুরু হয়। তারপর ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় গৌতম ঘোষকে। তারপরই ইট দিয়ে মাথা থেঁতলে খুন করা হয় গৌতমকে। গতকাল সকালে ঠাকুরপুকুরের মুকুন্দদাস পল্লিতে উদ্ধার হয় গৌতম ঘোষের রক্তাক্ত দেহ।

স্থানীয়রা বলছেন, গৌতম রিকশা চালাতেন। অভাবের সংসার। রিকশা চালিয়ে যা আয় হতো, তাই দিয়েই কোনরকম দিন পার হতো তার। ওইদিন রাতেও এলাকার মানুষজন গৌতমকে দেখেছিলেন। তাদের অনেকের সঙ্গে গৌতমের কথাও হয়েছে। এরপরই গতকাল সকালে এলাকাবাসী প্রথম তার রক্তাক্ত দেহটি দেখতে পায়। দেহ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments