Tuesday, September 16, 2025
Homeরাজনীতিঅপরাধী দলের হলেও ছাড় নেই: প্রধানমন্ত্রী

অপরাধী দলের হলেও ছাড় নেই: প্রধানমন্ত্রী

অপরাধ যে করবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী দলেও হলে ছাড় দিচ্ছে না আওয়ামী লীগ সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার রাতে আজারবাইজানে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত কর্তৃক আয়োজিত সংবধনায় তিনি একথা বলেন।

এর আগে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে একটি সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ ও আজারবাইজান। দু’দেশের মধ্যে এটাই প্রথম কোনো চুক্তি।

শনিবার বাকুর প্রেসিডেনসিয়াল প্যালেসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের উপস্থিতিতে এই চুক্তি সই হয়।

বাংলাদেশের পক্ষে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং আজারবাইজানের পক্ষে দেশটির সংস্কৃতি ও পর্যটন বিষয়ক মন্ত্রী আবুলফাস গারায়েব এ চুক্তিতে সই করেন।

এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ দ্বিপাক্ষিক বৈঠক করেন। এ বৈঠকটিও বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে শীর্ষ পর্যায়ের প্রথম বৈঠক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments