Tuesday, September 16, 2025
Homeআন্তর্জাতিকবঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণ করছে ফিলিস্তিন

বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণ করছে ফিলিস্তিন

আজারবাইজানের বাকু কংগ্রেস সেন্টারে ন্যাম সম্মেলনের ফাঁকে এক দ্বিপক্ষীয় বৈঠকে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই তথ্য জানিয়েছেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সড়কের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিন। আজারবাইজানের বাকু কংগ্রেস সেন্টারে ন্যাম সম্মেলনের ফাঁকে এক দ্বিপক্ষীয় বৈঠকে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই তথ্য জানান।

শনিবার (২৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শহীদুল হক সাংবাদিকদের এই তথ্য জানান বলে ইউএনবি’র একটি খবরে বলা হয়। এসময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমও উপস্থিত ছিলেন।

তারা জানান, বৈঠকে দেশটির হেবরন শহরে এই সড়কের নামফলক উন্মোচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিলিস্তিনে আমন্ত্রণ জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

এসময় দু’দেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানান রিয়াদ মালকি। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিনের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments