Sunday, September 14, 2025
Homeজাতীয়আইন আদালতড. ইউনূসকে হয়রানি না করতে নির্দেশ হাইকোর্টের

ড. ইউনূসকে হয়রানি না করতে নির্দেশ হাইকোর্টের

বেসরকারি প্রতিষ্ঠান গ্রামীণ কমিউনিকেশন্সের তিন শ্রমিককে চাকরিচ্যুতির ঘটনায় করা তিন মামলায় নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ৭ নভেম্বরের মধ্যে শ্রম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি এ সময়ের মধ্যে তাকে হয়রানি না করতেও আইনপ্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন।

গত ৯ অক্টোবর গ্রামীণ কমিউনিকেশন্সের তিন শ্রমিকের করা পৃথক মামলায় ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার শ্রম আদালত। এ পরিপ্রেক্ষিতে এই তিন মামলায় নির্বিঘ্নে আদালতে আত্মসমর্পণের জন্য বিদেশে অবস্থানরত ড. ইউনূসের পক্ষে সম্প্রতি তার ভাই মুহাম্মদ ইব্রাহীম হাইকোর্টে রিট দায়ের করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments