Sunday, September 14, 2025
Homeরাজনীতিবিকেলে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন। আজারবাইজানের বাকুতে জোট নিরপেক্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয় নিয়ে বিকেল ৪টায় গণভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ সংবাদ সম্মেলন।

সাধারণত কোনো দেশে সরকারি সফর শেষে ফিরে এসে প্রধানমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন। তবে সংশ্লিষ্ট সফর ছাড়াও সেখানে বিভিন্ন ইস্যুতে প্রশ্ন করার সুযোগ পান সাংবাদিকরা।

গত ৯ অক্টোবর নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগদান ও ভারতের দিল্লি সফর নিয়ে সংবাদ সম্মেলন করেছিলেন শেখ হাসিনা। এর তিন সপ্তাহ পর ন্যাম সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন বাংলাদেশের সরকারপ্রধান।

২৫ ও ২৬ অক্টোবর বাকুর কংগ্রেস সেন্টারে ১২০টি উন্নয়নশীল দেশের জোট ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতিসংঘের পর সবচেয়ে বড় ফোরাম হিসেবে পরিচিত ন্যামে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

৫৮ বছরের পুরনো এ জোটের ১৮তম সম্মেলনে সদস্যভুক্ত দেশ ছাড়াও পর্যবেক্ষক দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, প্রতিনিধি, বিভিন্ন সংস্থার প্রধান ও প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলন শেষে গতকাল রোববার সন্ধ্যায় দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments