Sunday, September 14, 2025
Homeজাতীয়অপরাধচাঁপাইনবাবগঞ্জে আবাসিক হোটেল গুলোতে চলছে অনৈতিক ব্যাবসা

চাঁপাইনবাবগঞ্জে আবাসিক হোটেল গুলোতে চলছে অনৈতিক ব্যাবসা

আজ বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজারে অবস্থিত মহানন্দা বোর্ডিং থেকে অনৈতিক কাজের অভিযোগে এক নারীসহ হোটেল ম্যানেজার শাহীন রেজাকে আটক করেছে পুলিশ। আটককৃত শাহীন রেজা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিয়ালা কলোনী মহল্লার মৃত সিরাজ আলীর ছেলে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সদর মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এসআই সারোয়ার ও এসআই মামুনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করে।

সদর মডেল থানার ওসি মো. জিয়াউর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর একদিন আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার সময় চাঁপাইনবাবগঞ্জের ঢাকা বাসস্ট্যাণ্ড সংলগ্ন লাল বোর্ডিং নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকান্ডে  লিপ্ত থাকার অভিযোগে তিন নারীসহ ৬ জনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।

মঙ্গলবারের অভিযান সম্পর্কে সদর থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিশ আলী জানিয়েছিলেন, জেলার সদর উপজেলার ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন আবাসিক হোটেল ‘লাল বোর্ডিং’ এ দীর্ঘদিন থেকে হোটেল ব্যবসার অন্তরালে নানা অনৈতিক কর্মকান্ড চলে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল আধা ঘন্টা অভিযান পরিচালনা করে হোটেলের দ্বিতীয় ও তৃতীয় তলার ঘর থেকে ৩ জন নারী ও ৩ পুরুষসহ ৬ জনকে অপ্রীতিকর অবস্থায় আটক করে।

তিনি আরও জানিয়েছিলেন, অভিযানের সময় কৌশলে হোটেলের ম্যানেজার ও কর্মচারীরা পালিয়ে গেলে তাদের কাওকে আটক করা সম্ভব হয়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments