Monday, September 15, 2025
Homeখেলাধুলাক্রিকেটসাকিব ব্যতীত চলছে বাংলাদেশের টি-২০ প্রস্তুতি

সাকিব ব্যতীত চলছে বাংলাদেশের টি-২০ প্রস্তুতি

বাংলদেশের ক্রিকেট ইতিহাসে ক্রিকেটারদের ধর্মঘট, আন্দোলন। সে সব শেষ হতে না হতেই বিসিবির সঙ্গে সাকিবের সম্পর্কের অবনতি,আইসিসির নির্দেশে নিষিদ্ধই হয়ে গেলেন সাকিব আল হাসান। ঘটনাগুলো ঘটলো যখন ভারতের বিপক্ষে সিরিজ খেলতে গেলো বাংলাদেশ ক্রিকেট দল।

এমন একটি ভঙ্গুর দল নিয়েই ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য বুধবার বিকেলে দিল্লি বিমান বন্দরে গিয়ে পা রাখে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন টি-টোয়েন্টি দল

আজ দিল্লি সময় দুপুর ১টায় অরুন জেটলি (সাবেক ফিরোজ শাহ কোটলা) স্টেডিয়ামে অনুশীলন করতে নামে বাংলাদেশ ক্রিকেট দল।

এই প্রথম ভারতের রাজধানীতে খেলতে গেলো বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু এরই মধ্যে এই ম্যাচ নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক, দিল্লির পরিবেশ নিয়ে উচ্চকিত এখন পরিবেশবীদরা। তারা দাবি তুলেছে বাংলাদেশ-ভারত ম্যাচটি অন্য কোথাও সরিয়ে নিতে। কারণ, দিল্লির পরিবেশ এতটাই দূষিত যে, এখানে ক্রিকেটাররা কিভাবে খেলবেন, সে শঙ্কা দেখা দিয়েছে।

এরই মধ্যে দিল্লির প্রাণকেন্দ্রে অবস্থিত অরুন জেটলি স্টেডিয়ামে অনুশীলন করতে নামে মাহমুদউল্লাহ রিয়াদ-মুশফিকুর রহীমরা। নতুন পরিবেশ (যদিও দূষিত), নতুন ভেন্যু- বাংলাদেশ দলের জন্য সবই নতুন। এছাড়াও নিষেধাজ্ঞার কারণে নেই সাকিব,সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য নেই তামিম ইকবাল এবং ইনজুরির কারণে নেই সাইফউদ্দিন।

দলের বর্তমান অধিনায়ক রিয়াদ বলেছেন,তারা তাদের সবটুকু দিয়ে চেস্টা করবে। ছোট সুযোগ গুলো কেউ কাজে লাগাবে।

এমন একটি ভঙ্গুর দল নিয়েই দীপ্ত মনোবলে ভারতের রাজধানীতে অনুশীলন শুরু করে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলটির মোকাবেলা করবে এই দল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments