চট্টগ্রাম নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ১১ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, মো. টিটু, মো.পলাশ হোসেন,মো. সালাউদ্দিন, মো. রাজু, ইসরাফিল হোসেন আলম, মো. সেলিম, আকবর হোসেন, মো. ইয়াসিন, মো. ফজর আলী, সুমন, রহিম প্রকাশ হৃদয়।
শনিবার সকালে কোতোয়ালী থানাধীন টাইগারপাস এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ।
ডিবি সূত্রে জানা যায়, তাদের কাছ থেকে কার্তুজ, ছোরা, লোহার তৈরি দেশীয় এলজি, একটি লোহার তৈরি ছেনি ও কিরিচ উদ্ধার করা হয়। অভিযানে সাদা রংয়ের একটি পিকআপ এবং একটি সিলভার রংয়ের প্রাইভেট কারও জব্দ করা হয়।
সুত্র আরও জানায় যে, ধৃত ডাকাত চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম আশপাশের এলাকায় ডাকাতি ও ছিনতাই করে আসছিল। তারা মূলত বিভিন্ন বাস ও রেলওয়ে স্টেশনের যাত্রীদের টার্গেট করে ডাকাতি ও ছিনতাই করত।
শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।