Saturday, September 13, 2025
Homeজাতীয়অপরাধধানমন্ডিতে দুই নারী খুন: সুরভীসহ ৫ আসামী রিমান্ডে

ধানমন্ডিতে দুই নারী খুন: সুরভীসহ ৫ আসামী রিমান্ডে

রাজধানীর ধানমন্ডিতে দুই নারীকে গলা কেটে খুনের ঘটনায় গ্রেফতার হওয়া ৫ আসামীকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডের আসামিরা হলেন, মো. নুরুজ্জামান (দারোয়ান), গাওসুল আজম প্রিন্স (ক্লিনার), মো. আতিকুল হক বাচ্চু, বেলায়েত হোসেন ও সুরভী আক্তার নাহিদা।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক রবিউল আলম আজ মঙ্গলবার আসামিদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভুঁইয়া ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার ধানমন্ডি থানা থেকে এ মামলার তদন্তভার ডিএমপি’র গোয়েন্দা বিভাগে হস্তান্তর করা হয়। পরে গোয়েন্দা দক্ষিণ বিভাগের একটি টিম এদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজধানীর আগারগাঁয়ের বিএনপি বস্তি এলাকায় অভিযান চালিয়ে সুরভীকে গ্রেফতার করে। অন্য আসামিদের রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, ১ নভেম্বর রাজধানীর ধানমন্ডিতে শিল্পপতি মনির উদ্দিনের শাশুড়ি আফরোজা বেগম (৬৫) ও তার বাসার গৃহপরিচারিকা দিতিকে (১৯) গলা কেটে খুন করা হয়। খুনের ঘটনায় ৩ নভেম্বর মৃত আফরোজা বেগমের মেয়ে অ্যাডভোকেট দিলরুবা সুলতানা রুবা (৪২) ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেন। বাসস

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments