Saturday, September 13, 2025
Homeরাজধানীজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়তাঁর বাসভবনের সামনে প্রতিবাদী কনসার্টের আয়োজন

তাঁর বাসভবনের সামনে প্রতিবাদী কনসার্টের আয়োজন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে তার আয়োজন বাসভবনের সামনে প্রতিবাদী কনসার্টের আয়োজন করা হয়েছে। আজ সন্ধ্যা ৭টার দিকে পূর্বঘোষিত এই কর্মসূচি শুরু করেন আন্দোলনকারী শিক্ষক শিক্ষার্থীরা।

কনসার্ট শুরুর আগে আন্দোলনকারীরা পুরনো রেজিস্ট্রার ভবনের সামনে স্থাপিত ভিসি অপসারণ মঞ্চে সমবেত হন। সেখান থেকে মিছিল নিয়ে তারা উপাচার্যের বাসভবনের সামনে আসেন। এর পরই বিভিন্ন বাদ্যযন্ত্র সমেত উপাচার্যের বাসভনের সামনের রাস্তার ওপর শুরু হয় কনসার্ট। আন্দোলনে যুক্ত শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যেও অনেকেই এতে অংশ নিয়েছেন।

চলমান আন্দোলনে সংহতি জানিয়ে এ কনসার্টে গান গাইবেন সিনা হাসান, আহমেদ হাসান সানী, তুহিন কান্তি দাস, নাইম মাহমুদ ও মূইজ মাহফুজ।

বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের টাকা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ভাগ-বাটোয়ারার অভিযোগে চলমান আন্দোলনে ছাত্রলীগের হামলার পর গতকাল বুধবার রাতে এই কনসার্টের ঘোষোণা দেওয়া হয়। ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে ছাত্রদের হলছাড়া করার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

উপাচার্যের বাসভবনে অবরোধ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার পর মঙ্গলবার জরুরি সিন্ডিকেট সভা ডেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে শিক্ষার্থীদের সাড়ে ৫টার মধ্যে হল ছাড়ারও নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশ আসার পর তাৎক্ষণিকভাবে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। হল ছাড়ার নির্দেশ থাকার পরও রাতে নারী শিক্ষার্থীরা হলের তালে ভেঙে বিক্ষোভ মিছিল করেন। এর পর বুধবার সাড়ে ৩টার মধ্যে হল না ছাড়লে পুলিশ ‍দিয়ে শিক্ষার্থীদের হল ছাড়তে বাধ্য করা হবে বলে সতর্ক করা হয়।

তবে আন্দোলনকারীরা বলেছেন, হলে তালা দেওয়া হলেও তারা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকাগুলোতে রাতে থেকে আন্দোলন চালিয়ে যাবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments