Monday, September 15, 2025
Homeআন্তর্জাতিকইয়েমেনে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮

বুধবার ইয়েমেনে লোহিত সাগর তীরবর্তী শহর আল মাখায় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এতে তিনজন বেসামরিক লোকসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন।

এ ব্যাপারে নিরাপত্তা বাহিনীর মুখপাত্র ওয়াদা দোবিশ বলেছেন, আল মাখা শহরে নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত গুদামকে লক্ষ্য করে চারটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এসময় নিরাপত্তা বাহিনী আরও তিনটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

হামলায় তিনটি ড্রোন ব্যবহার করা হয়েছে। ড্রোন হামলায় ভয়াবহ বিস্ফোরণের ফলে আগুন সূত্রপাত হয়। আগুনে পার্শ্ববর্তী আবাসিক এলাকা, শরণার্থী শিবির ও হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান দোবিশ।

তবে হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে বলা হয়েছে, তারা হেদিদা শহরের দক্ষিণে বিদ্রোহী অধিকৃত আদদুরাইহিমি শহরে ডজন খানেক গোলাবর্ষণ করেছে।

সূত্র: আল জাজিরা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments