Sunday, September 14, 2025
Homeরাজধানীএরিক এরশাদ মা বিদিশাকে নিয়ে থাকতে চান, থানায় জিডি

এরিক এরশাদ মা বিদিশাকে নিয়ে থাকতে চান, থানায় জিডি

এইচ এম এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কে মা বিদিশাকে নিয়ে থাকতে চান ছেলে এরিক এরশাদ। সোমবার (১৮ নভেম্বর) এ বিষয়ে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এরশাদপুত্র এরিক।

গুলশান থানার অফিসার ইন-চার্জ (ওসি) কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি কামরুজ্জামান বলেন, অনেকে অভিযোগ করেছেন বিদিশা জোর করে বারিধারার বাসায় এসেছেন। কিন্তু এরিক নিজে জিডিতে উল্লেখ করেছেন, সে অসুস্থ। এ অবস্থায় বাসায় তার মা বিদিশাকে নিয়ে থাকতে চান।

তিনি আরও জানান যে জিডির বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে ।

পুর্বে গত শুক্রবার এরশাদের ছোট ছেলে এরিক এরশাদের নিরাপত্তার প্রশ্নে বিস্তর অভিযোগ করেন মা বিদিশা। এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কের ফ্ল্যাটে থাকা অটিস্টিক(বিশেষ চাহিদা সম্পন্ন শিশু) এরিককে ‘চরম অবহেলা করে তার স্বাস্থ্যের অবনতি ঘটানো হয়েছে’ বলে অভিযোগ করেন বিদিশা। বিদিশার অভিযোগের তীর নিশানা করেন এরিক এরশাদের ভাই ও জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরের দিকে।

এই বছর জুলাইয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর তার মা বিদিশা ছেলে শাহতা জারাব এরিককে নিজের কাছে রাখতে চান। তিনি এও জানান যে, বারিধারার প্রেসিডেন্ট পার্কে থাকা এরিকের সঙ্গে দেখা করাটা সহজ ছিল না। তার অভিযোগ, যারা এরিকের দেখভাল করত তারা মা বিদিশা কে ঘরে ঢুকতে বাধা দিত।

গত বৃহস্পতিবার রাতে জোর করে বারিধারার প্রেসিডেন্ট পার্কে এরশাদের বাসভবনে ওঠেন বিদিশা। সেই ভবনের পাঁচতলার একটি ফ্ল্যাটে থাকেন তার ছেলে এরিক।

ওই ফ্ল্যাটে থাকা বিদিশা বলেন যে, এরিককে মাত্র একবেলা খাবার খেতে দেওয়া হত। ফলে এরিকের ওজন ও কমে গিয়েছিল। ছেলেটাও খুব ভীত হয়ে থাকতো।

উক্ত বিষয়ে রোববার (১৭ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুকে এরিকের একটি ভিডিওটি প্রকাশ করেন বিদিশা। তাতে এরিককে স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে এরিক বলে, ‘প্রিয় হোম মিনিস্ট্রি আঙ্কেল, আমি এরিক বলছি। আমাকে নির্যাতন করা হয়েছে। আমাকে খেতে দেয়া হতো না। আমার লিগ্যাল গার্ডিয়ান আমার চাচা জিএম কাদের না, আমার মা। সেক্ষেত্রে ওনার (জিএম কাদের) তো কোনো রাইট নাই, আমাদের এ রকম টর্চার করার।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments