ঢাকা-নোয়াখালী আঞ্চলিক সড়কের আফানিয়া এলাকায় ইন্টারম্যাক্স কারখানার সামনে রোববার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
সোনাইমুড়ি থানার অফিসার ইন-চার্জ (ওসি) আব্দুস সামাদ বলেন, রাতে চারজন এক মোটরসাইকেলে চড়ে সোনাইমুড়ি বাজারের দিকে যাচ্ছিলেন। মোটর সাইকেলটি বজরা ইউনিয়নে আপানিয়া এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা একুশে পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের তিন আরোহী নিহত হন। খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন- বেগমগঞ্জ উপজেলার নাজিরপুর গ্রামের রফিক উল্যাহর ছেলে টিপু, দেলওয়ার হোসেনের ছেলে জাবেদ ও আলীপুর গ্রামের শাহ্ আলমের ছেলে হারুন। আহত যুবক হলেন সোনাইমুড়ির শাকিলপুর গ্রামের আবদুল মতিনের ছেলে মাসুক।
ঘটনার পর একুশে পরিবহনের বাসটি জব্দ করে পুলিশ। তবে বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।