Monday, September 15, 2025
Homeরাজধানীপরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান যাত্রী কল্যাণ সমিতির

পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান যাত্রী কল্যাণ সমিতির

সড়ক পরিবহন আইনকে কেন্দ্র করে অঘোষিত পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আজ বুধবার কর্মবিরতির নামে দেশের বিভিন্ন স্থানে সড়ক পরিবহন শ্রমিকদের ধর্মঘটে কার্যত অচল হয়ে পড়েছে দেশের যোগাযোগ ব্যবস্থা।

ধর্মঘট প্রত্যাহার করে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে সহযোগিতা করতে মালিক-শ্রমিক-যাত্রীসহ সব মহলকে আহ্বান জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘একটি স্বার্থবাদী গোষ্ঠী পরিবহন সেক্টরে প্রভাব বিস্তার করে সরকারের ভালো কাজগুলোকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই গোষ্ঠী জনগণের প্রত্যাশীত নতুন সড়ক আইন বাস্তাবায়নে বাধা দিচ্ছে। তারা নিরিহ শ্রমিকদের মাঝে গুজব রটিয়ে ফায়দা হাছিল করতে চায়।’

যেকোনো দাবি গণতান্ত্রিক পন্থায় আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান মোজাম্মেল হক চৌধুরী। একটি মহলের কথা উল্লেখ করে তিনি জানিয়েছেন, পরিবহন সেক্টরে চাদাঁবাজি, ধান্ধাবাজি, নৈরাজ্য জিইয়ে রেখে দীর্ঘদিন নিজেদের স্বার্থ হাছিল করে আসছিল। নতুন সড়ক আইন বাস্তবায়ন হলে তাদের এসব অনৈতিক কর্মকাণ্ড বন্ধ হওয়ার শঙ্কায় নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে।

সড়ক পরিবহন সেক্টরে একটি  দুষ্কৃতকারীদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments