Monday, September 15, 2025
Homeরাজনীতিযে কারণে দেশে ফিরতে পারছেন না তারেক

যে কারণে দেশে ফিরতে পারছেন না তারেক

কেক কেটে নয়, দোয়া মাহফিলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন পালন করেছে বিএনপি। গতকাল বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তারেকের ৫৫তম জন্মদিন উপলক্ষে জাতীয়তাবাদী যুবদল ও জাতীয়তাবাদী ছাত্রদলসহ বিভিন্ন সংগঠন দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে তারেকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে।

সকালে যুবদলের দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘সুদূর প্রবাসে (লন্ডনে) অবস্থারত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে আমিসহ আমার রাজনৈতিক সহকর্মীরা শুভেচ্ছা জানাচ্ছি। দোয়া করব আল্লাহতায়ালা যাতে তাকে সুস্বাস্থ্যে দীর্ঘদিন নেক হায়াত দান করেন। শারীরিক অবস্থার (অসুস্থতা) কারণে উনি দেশে আসতে পারছেন না। সেখান (লন্ডন) থেকেই তিনি দলের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।’

আব্বাস বলেন, ‘যুবদলের বর্তমান ও সাবেক নেতারা কি ভুলে গেছেন এমনই একটা সময় ছিল ’৯০-৯১ বা তার আগে। এই যুবদলই নেতৃত্ব দিয়ে স্বৈরাচারী এরশাদকে ক্ষমতাচ্যুত করেছিল।’

স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ সময় দলের কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন প্রসঙ্গ এনে বলেন, ‘আমরা আছি একটি দ্বন্দ্বের মধ্যে—নেত্রীর মুক্তি প্যারোলে না জামিনে। কিন্তু নেত্রীর মুক্তি যে রাজপথে হয়—এই কথাটা কেন জানি আমরা বিবেচনায় নিচ্ছি না।’

ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেন, ‘স্বৈরশাসক শাহ পাহলবির আমলে আয়াতুল্লাহ খোমেনি প্যারিস থেকে যেভাবে বিপ্লব সংঘটিত করে তেহরানের মাটিতে নেমেছিলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশেও অচিরেই বিপ্লব সংঘটিত হবে।’

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পরিচালনায় দোয়া মাহফিলে বিএনপির রুহুল কবীর রিজভী, মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য দেন। উপস্থিত ছিলেন দলের নেতা আবদুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী নেওয়াজ প্রমুখ।

বাদ জোহর নয়াপল্টনে ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ নেতারা অংশ নেন। এ ছাড়া শ্যামপুরের কদমতলীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে দলের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ, সহ-স্বাস্থ্য-বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বাদ মাগরিক বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিসে মিলাদ হয়।

১৯৬৫ সালের এই দিনে তারেক রহমান বগুড়ায় জন্মগ্রহণ করেন। ২০০৭ সালে ১/১১-এর পর নানা অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গুরুতর অসুস্থ হলে সুপ্রিম কোর্টের জামিনে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত সেখানেই অবস্থান করছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments